ঢাকাSunday , 11 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

Mahamudul Hasan Babu
January 11, 2026 2:17 pm
Link Copied!

রাহাত শরীফ টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় তৃষ্ণা মেটাতে গিয়ে পানির ট্যাংকিতে পড়ে জুনায়েদ (৮) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাদাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ ভাদাই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় সোনামুই প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে স্কুলে যায় জুনায়েদ। ক্লাস চলাকালে তৃষ্ণা লাগলে সে কাউকে কিছু না জানিয়ে পাশের একটি মসজিদের টিউবওয়েলে পানি পান করতে যায়। এ সময় অসাবধানতাবশত টিউবওয়েলসংলগ্ন একটি খোলা পানির ট্যাংকিতে পড়ে তলিয়ে যায় সে।
দীর্ঘ সময় জুনায়েদকে না পেয়ে পরিবার ও শিক্ষকরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে এলাকায় মাইকিং করা হয় এবং তল্লাশি শুরু হয়। বিকেল আনুমানিক ৫টার দিকে ওই ট্যাংকির ভেতর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা জনসমাগমস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে থাকা খোলা পানির ট্যাংকগুলো দ্রুত ঢেকে রাখার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন হৃদয়বিদারক দুর্ঘটনা আর না ঘটে।