মিজানুর রহমান মিজান : লালমনিরহাট প্রতিনিধিঃবর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে লালমনিরহাটে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় তিন শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম। এ সময় তিনি বলেন, শীতের কষ্ট লাঘবে বিজিবি সবসময় মানবিক কার্যক্রমের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে সুবিধাভোগীরা বিজিবির এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
