সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁ নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে।
গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম ধামইরহাট থানাধীন ধামইরহাট উপজেলা পরিষদের গেটের সামনে রাস্তার পাশে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানরত এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে আটক ব্যক্তি ধামইরহাট থানার দক্ষিণ শ্যামপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে সুমন (৩৬), এর হেফাজত থেকে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলার মানুষের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান অগ্রাধিকার। একই সঙ্গে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাস্তার অবৈধ পার্কিং দখলমুক্ত করা, যানজট নিরসন এবং মাদক নির্মূলে বিশেষ বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে আমরা কাজ করছি এবং আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ নওগাঁ সর্বোচ্চ সতর্কতা ও কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
