রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মুছাপুর তাহফিজুল কুরআন মাদ্রাসায় সোমবার নতুন সবক প্রদান এবং কুরআনে হাফেজদের পাগড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় চৌধুরী বাজার এলাকার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশ তৈরি করেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুর রহিম আজাদের সভাপতিত্বে এবং পরিচালক নুরুল আলম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুরহাট ইসলামীয়া কালিম মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা ফয়েজ উল্যাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক ও রহমতিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা কামরুজ্জামান, প্রতিষ্ঠাতা পরিচালক বেলাল হোসেন টিটু, একরাম পাবেল, ওয়েস্ট ব্যাংক কলেজের প্রফেসর জিয়াউল হক জিয়া এবং জামেয়া শরাফতিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ আল মাহমুদ ইমতিয়াজ। এছাড়া মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আদর্শ ও নৈতিক মানুষ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
আলোচনা সভার শেষে কুরআনে হাফেজ হওয়া মুহাইমিন আল ফাহাদ, আবু বকর ছিদ্দিক ও নাফিজ আবদুল্লাহকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হয়।
