ঢাকাMonday , 12 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে  বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন

Mahamudul Hasan Babu
January 12, 2026 1:42 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে মেহেরপুর জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে জেলা পর্যায়ের জাতীয় শিক্ষা সপ্তাহের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আখতার হোসেন আনুষ্ঠানিকভাবে জেলা পর্যায়ের জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন।

এতে মেহেরপুর জেলার তিনটি উপজেলার উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠান প্রতিনিধিরা জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা ও কর্মসূচি অনুষ্ঠিত হবে।