ঢাকাMonday , 12 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহাদেবপুরে ৭০ হাজার ইট লুটের অভিযোগ, আট মাসেও মামলা হয়নি ভুক্তভোগীর দাবি; ভিডিও ফুটেজ ও সাক্ষী থাকলেও থানা বলছে, অভিযোগ পায়নি!

Mahamudul Hasan Babu
January 12, 2026 4:05 pm
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি ইটের খামাল থেকে প্রায় ৭০ হাজার ইট লুটের অভিযোগ উঠেছে। গত ২০২৫ সালের মার্চ মাসে সংঘটিত এই ঘটনায় ভুক্তভোগী পক্ষ লিখিত অভিযোগের কথা দাবি করলেও আট মাস পেরিয়ে গেলেও মহাদেবপুর থানায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানা গেছে।

ভুক্তভোগী আলহাজ্ব মো. মোয়াজ্জেম হোসেনের পক্ষে তার ম্যানেজার মো. মনিম খান জানান, গত ১১ মার্চ ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৭টার দিকে মহাদেবপুর সদর ইউনিয়নের গরুহাটীর পশ্চিম পাশে অবস্থিত মালিকানাধীন ইটের খামাল থেকে জোরপূর্বক প্রায় ৭০ হাজার ইট তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। অজ্ঞাতনামা ৭-৮টি ট্রাক্টরের মাধ্যমে ইটগুলো সরিয়ে নেওয়া হয়, যার বাজারমূল্য আনুমানিক ৮ লাখ ৪০ হাজার টাকা।

এর আগেও গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে একই খামাল থেকে প্রায় ৭ হাজার ইট চুরির অভিযোগ রয়েছে, যার মূল্য প্রায় ৮৪ হাজার টাকা। সব মিলিয়ে প্রায় ৯ লাখ ২৪ হাজার টাকার ইট লুট হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে বলা হয়, ইট নেওয়ার সময় বাধা দিলে অভিযুক্তরা ম্যানেজারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাঁশের লাঠি দিয়ে মারপিটের উদ্দেশ্যে ধাওয়া করে। প্রাণভয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। এ ঘটনায় একাধিক স্থানীয় ব্যক্তি প্রত্যক্ষদর্শী বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ঘটনার সময়ে গোপনে ধারণকৃত ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে বলেও দাবি ভুক্তভোগীর।

অভিযুক্ত শাপলা মৃধা’র সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ইট নিয়ে যাওয়ার বিষয়ের সত্যতা স্বীকার করে বলেন, আমি অগ্রিম ৬৫ হাজার টাকা দিয়ে রাখছিলাম ওই টাকার বদলে ইট নিয়ে এসেছি। থানা পুলিশের সহযোগিতায় আমি এগুলো নিয়ে এসেছি।

এ বিষয়ে মহাদেবপুর থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এর সঙ্গে কথা বলা হলে তিনি জানান, “এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তবে মহাদেবপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (বর্তমান জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় কর্মরত) শাহীন রেজা’র সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ওই সময় এরকম একটা অভিযোগ হয়েছিল। অভিযুক্তর সাথে প্রাথমিকভাবে কথা বললে তিনি জানান আমার অগ্রিম টাকা দেয়া ছিল কিছু ইট ডেলিভারি দেয়া বাকি ছিল সেগুলোই আমি নিয়ে গেছি। তবে অভিযোগের সর্বশেষ অবস্থা সম্পর্কে এখন বলতে পারছিনা। যেহেতু আমি এখন সেখানে নেই।

ভুক্তভোগী পক্ষের অভিযোগ, অভিযোগ দেওয়া সত্ত্বেও মামলা না হওয়ায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার সময় জরুরী নম্বর ৯৯৯ এ কল দিয়ে অবগত করলে কিছু সময় পর ঘটনাস্থলে মহাদেবপুর থানার জরুরী সেবায় নিয়োজিত পুলিশের একটি গাড়ি আসে এবং তারা প্রাথমিকভাবে ইট নিয়ে যাওয়ার বিষয়টি বন্ধ করে যায় কিন্তু পরবর্তীতে আবারো ১১ মার্চ ২০২৫ ইং তারিখে সব ইট লুট করে নিয়ে যায়। এরপর এই বিষয়ের উপর দফায় দফায় থানায় অভিযোগ করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত অভিযোগ আমলে নেয়া হয়নি এবং মামলাও রুজু করা হয়নি। দ্রুত মামলা রুজু ও ইট উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী মোয়াজ্জেম হোসেন।

পরিচয় গোপন রাখার শর্তে এলাকার একজন বলেন, শাপলা মৃধা এবং তার সাথে যারা চলাফেরা করে অধিকাংশ লোকজনই খারাপ প্রকৃতির। তারা মাদক সহ বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত এবং মোয়াজ্জেম হাজির ইট লুট করে নিয়ে গেছে এটাও সত্য। তারা সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ প্রকাশ্যে মুখ খুলছে না বা সত্য কথা বলছে না।

এলাকাবাসীর মতে, বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে এলাকায় অপরাধ প্রবণতা আরও বাড়তে পারে।