কুড়িগ্রাম প্রতিনিধি:নাগেশ্বরীর বল্লভেরখাষ ইউনিয়নের আয়নালের ঘাট সংলগ্ন দুধকুমার নদী থেকে দুটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রির মাধ্যমে বালু খেকো হাসান আলী ও আফছার হোসেন ফায়দা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের দুধকুমার নদী পূর্ব পাড় আয়নালের ঘাট সংলগ্ন দুধকুমার নদী থেকে দীর্ঘ ২০দিন ধরে দুটি অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রির মাধ্যমে বালু খেকো হাসান আলী ও আফছার হোসেন ফায়দা লুটে নিচ্ছেন।
সম্প্রতি, বিগত দুই মাস আগে কুড়িগ্রাম চর উন্নয়ন কমিটির মানববন্ধনের কারণে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জরুরী জিও ব্যাগের মাধ্যমে আয়নালের ঘাট এলাকায় ভাঙন রোধে কাজ করেন। ভাঙন কবলিত আয়নালের ঘাটের উপর জিও ব্যাগ ফেলানোর স্থান সংলগ্ন বামনডাঙ্গা ইউনিয়নের চর লুছনী গ্রামের বালু খেকো হাসান আলী ও আফছার হোসেন দীর্ঘদিন ধরেই প্রশাসনের নাম ভাঙিয়ে দাপটের সাথে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে ফায়দা লুটে নিচ্ছেন। দুধকুমার নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে ভেঙ্গে যাচ্ছে একের পর এক ফসলি জমি। অবৈধভাবে বালু উত্তোলকারীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্থানীয় কৃষক সেকেন্দার আলী, মতিউর রহমান অভিযোগ করে জানান, দুধকুমার নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার ফলে আমাদের ফসলী জমির পার্শ্বে নদী ভাঙন দেখা দিয়েছে। হাসান আলী ও আফছার হোসেন ক্ষমতার দাপট দেখিয়ে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করেন। এতে ফসলী জমি নদী ভাঙনে বিলীন হচ্ছে।
বালু ব্যবসায়ী হাসান আলী ও আফছার হোসেন বলেন, বল্লভেরখাষ ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার কে সাপ্তাহিক মাসোয়ারা দিয়ে চালাচ্ছি। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করি বিষয়টি নাগেশ্বরী এসিল্যান্ড দেখবে।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন জাহান লুনা বলেন, অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলন করার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, সরেজমিনে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে বালু উত্তোলন করা হলে ব্যবস্থা নেয়া হবে।
