ঢাকাMonday , 12 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফেসবুকে ভোট চাওয়ায় প্রার্থীকে শোকজ

Mahamudul Hasan Babu
January 12, 2026 4:13 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান মাহমুদ বাবু এবং তার মেয়ে নাশিদা শাফিয়া বিনতেকে কারণ দর্শানো (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
সোমবার (১২জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করে নির্বাচনী এলাকা-১৩৯ জামালপুর-২ ইসলামপুর উপজেলার দায়িত্ব প্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
এর আগে রোববার (১১জানুয়ারি) জামালপুরের মেলান্দহ সিভিল জজ আদালতে এ কমিটির বিচারক মো.আহমাদুল কবির সাকিল এ নোটিশ জারি করেন।
নোটিশে আগামী ১৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় মেলান্দহ সিভিল জজ আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শোকজের সেই নোটিশে উল্লেখ করা হয়,সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘Nashida Shafia Bintee’ নামক একটি আইডি থেকে গত ৩ জানুয়ারি বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে একাধিক পোস্ট ও প্রচারণা মূলক কনটেন্ট প্রকাশ করা হয়।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে ওই ফেসবুক পোস্টগুলো যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
কমিটির মতে,একজন প্রার্থীর সমর্থকদের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের প্রচারণা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি-৩ ও বিধি-১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।