ঢাকাTuesday , 13 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে রত্নাই নদীতে প্রায় ৩ যুগ আগে নির্মিত একটি সরু সেতু এখন মৃত্যুফাঁদ।

Mahamudul Hasan Babu
January 13, 2026 8:08 am
Link Copied!

মিজানুর রহমান মিজান : লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাটে রত্নাই নদীতে নির্মিত একটি সরু সেতু এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ সময় ধরে ঝুঁকি নিয়ে মালামাল বহন ও পারাপার করছে দুইটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। প্রতিটি যাত্রায় জীবন ঝুঁকি নিয়ে সেতু দিয়েই পারাপার হচ্ছে ট্রাক, পিকাপ ও ট্রলির চালকরা। জরাজীর্ণ এই সেতু হয়ে উঠেছে হাজারো মানুষের নিত্যদিনের দুঃস্বপ্ন বয়সের ভারে নুয়ে পড়া সেতুটিতে দীর্ঘসময় ধরে কোনো সংস্কার কাজ না হওয়ায় রেলিং ও পিলার ভেঙে মৃত্যুফাঁদে পরিনত হলেও চোখে পড়ছে না কর্তৃপক্ষের।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সীমান্তবর্তী দুর্গাপুর ও ভেলাবাড়ি ইউনিয়ন একটি কৃষিনির্ভর এলাকা। হাজারো মানুষের কৃষিপণ্য ধান, চাল, ভুট্টা, সবজি—এবং নিত্যপ্রয়োজনীয় কাজে উপজেলা ও জেলা শহরে যাতায়াতের একমাত্র সড়ক দুর্গাপুর–ভেলাবাড়ী সড়ক। এই সড়কের কালীরহাট এলাকায় রত্নাই নদীর ওপর ১৯৯৩ সালে নির্মিত সেতুটি এখন ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। বয়সের ভারে নুয়ে পড়া সেতুটিতে দীর্ঘদিন ধরে কোনো সংস্কার কাজ না হওয়ায় রেলিং ও পিলার ভেঙে মৃত্যুফাঁদে পরিনত হয়েছে। সেতুটি অনেকটাই সরু হওয়ায় একটি গাড়ি ওপরে উঠলে অপর প্রান্তে দাঁড়িয়ে থাকে অন্য যানবাহন।প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে।
সরু এই সেতুটি দিয়ে স্কুল-কলেজে যাওয়ার সময় ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় শিক্ষার্থীদের। তারা জানায় সেতুটি দ্রুত নির্মান করলে যাতায়াতে অনেক সুবিধা হবে।
এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী কাওছার আলম জানায়, সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। চলমান গ্রামীণ অবকাঠামো উন্নয়ণ প্রকল্পে প্রস্তাবনা দেওয়া হয়েছে ও ডিজাইন কাজ প্রায় সম্পন্ন হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই দরপত্র আহবান করে পুনর্নির্মাণ কাজ শুরু হবে।
উল্লেখ, দ্রুত সময়ে সেতুটি প্রশস্ত করে পূর্ণনির্মাণ করলে যাতায়তে ভোগান্তি কমবে স্থানীয়দের। কৃষিপণ্য  দ্রুত সময়ে জেলার বাহিরে রপ্তানি করা সম্ভব হবে এমনটাই দাবি ব্যবসায়ীদের।