ঢাকাTuesday , 13 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন মাস্টার রুহুল আমিন

Mahamudul Hasan Babu
January 13, 2026 9:41 am
Link Copied!

স্টাফ রিপোর্টার: আবু সালমান : লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের হাজীগঞ্জ কোব্বাদ হাজী বাড়ির বাসিন্দা, প্রখ্যাত শিক্ষক ও সমাজসেবক মাস্টার রুহুল আমিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ছাত্রজীবন শেষ করে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে নিজ এলাকার চর পোড়াগাছা ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় নিয়োগপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন সুনামের সঙ্গে শিক্ষকতার দায়িত্ব পালন করেন। শিক্ষকতা জীবন শেষে তিনি সম্মানজনকভাবে অবসর (রিটায়ার্ড) গ্রহণ করেন।
শিক্ষাক্ষেত্রের পাশাপাশি তিনি সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এবং স্থানীয় মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেন। তার জীবদ্দশায় তিনি একজন আদর্শ মানুষ হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। হাসিমুখে কথা বলা, সহজ-সরল আচরণ ও মানবিক গুণাবলির জন্য তিনি সকলের ভালোবাসা অর্জন করেছিলেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র সন্তান রেখে গেছেন। গত ১২ জানুয়ারি ২০২৬ ইং, রাত ১০টা সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইন্তেকালে পরিবার-পরিজন, শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।