এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে মোটরসাইকেল দূর্ঘটনায় এক পল্লী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনার শিকার পল্লী চিকিৎসক উপজেলার ৬নং ভান্ডারা ইউপির রামপুর কামারপাড়া গ্রামের মৃতঃ আব্দুল গফুরের ছেলে আশরাফুল ইসলাম (৪০)। এ দূর্ঘটনায় অপর একজন মোটরসাইকেল চালক গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে পল্লী চিকিৎসক আশরাফুল ইসলাম বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বিরল স্থলবন্দর সড়কে উঠার সময় বিরল হতে মোটরসাইকেল যোগে পাকুড়া অভিমুখে বেপরোয়া গতিতে যাওয়ার সময় পাকুড়া গ্রামের আব্দুস সালামের ছেলে রাজু (৩৫) নিয়ন্ত্রন হারিয়ে তাকে স্ব-জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পল্লী চিকিৎসক আশরাফুল ইসলামের মর্মান্তিক মৃত্যু হয়।
এ ঘটনায় অপর মোটরসাইকেল চালক আহত রাজুকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।
গরীবের চিকিৎসক আশরাফুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
