ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ে খাদ্য গুদামে অভিযান পরিচালনা করেছে দূর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুপুরে রুহিয়া খাদ্য গুদামে সমন্বিত জেলা কার্যালয়ের একটি টীম অভিযানটি পরিচালনা করেন৷
দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমির শরীফ মারজি বলেন, আমাদের কাছে থাকা তথ্য মোতাবেক অভিযানটি পরিচালনা করা হয়৷ একটি গুদামে অতিরিক্ত সাড়ে তিন মেট্রিক টন চাল পাওয়া যায়৷ তবে কোন মালিকানা পাওয়া যায়নি। দায়িত্বরত কর্মকর্তারাও কিছু জানাতে পারেননি৷ মালিকানা না মিললে সরকারি কোষাগারে জমা দেয়া হবে৷ এছাড়াও নিম্ন মানের চাল নিয়ে অভিযোগ ছিল৷ পরীক্ষার জন্য স্যাম্পল নেয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
