স্টাফ রিপোর্টার (লক্ষ্মীপুর)আবু সালমান : ঢাকা কলেজের মেধাবী শিক্ষার্থী ও লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার কৃতিসন্তান রাকিব হোসেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) রাতে সংগঠনের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। এ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সহ-সভাপতি পদে ৩০ জন, যুগ্ম সম্পাদক পদে ২৫ জনসহ মোট ৪৬ জনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এর আগে রাকিব হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। সাম্য, মানবিক মূল্যবোধ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে গড়ে ওঠা ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই গণ-অভ্যুত্থানে তিনি সম্মুখ সারির যোদ্ধা হিসেবে সাংগঠনিক নেতৃত্ব দিয়েছেন।
দেশব্যাপী ছাত্রদের অধিকার রক্ষা, শিক্ষা সংস্কার এবং গণতান্ত্রিক আন্দোলনে সময়োপযোগী নেতৃত্বের মনোভাব থেকেই তিনি নতুন এই সংগঠনে যুক্ত হন।
নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে রাকিব হোসেন বলেন, তিনি ঢাকা কলেজ থেকে কেমিস্ট্রি বিষয়ে অনার্স সম্পন্ন করেছেন। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দেশ গঠনে নতুনভাবে উজ্জীবিত হয়ে কাজ করার সংকল্প নিয়েই ছাত্র রাজনীতিতে ফিরে এসেছেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, দেশের প্রতিটি ক্যাম্পাসকে শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তোলা এবং শিক্ষার্থীদের আবাসন ও পরিবহন সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখাই তাঁর প্রধান লক্ষ্য। পাশাপাশি নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করতে সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
