জাহিদ হাসান, ইতালি: “আর নয় চিন্তা, আর নয় ভাবনা-শুরু করতে হবে নতুন জীবন” এই স্লোগানকে সামনে রেখে ইতালির নাপলি শহরে যাত্রা শুরু করেছে নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘ইউরোপ বাংলা জেন্টস পার্লার’।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নাপলির ভিয়া শান্তি কোরান্তা এলাকায় অবস্থিত দোকান নম্বর-২ (বাংলা পট্টি) তে আনুষ্ঠানিকভাবে পার্লারটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা সঞ্জিত সৌরভ জানান, নতুন প্রজন্মের কর্মসংস্থান ও প্রবাসে মানসম্মত সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি পার্লারটি চালু করতে যাদের সহযোগিতা ও অনুপ্রেরণা পেয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সামাদ মুন্সী, বোরহান মুন্সী, আফজাল হাওলাদার, উজ্জ্বল হাওলাদার, হাবি খান, সৈয়দ রাজু, সৈয়দ মামুন, রিপন তালুকদার, নিলয় আহম্মদ নাহিদ, রিয়াজ, রাকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, ‘ইউরোপ বাংলা জেন্টস পার্লার’ প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয়দের কাছে একটি নির্ভরযোগ্য ও আধুনিক সেবাকেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে।
