আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপি দলীয় প্রার্থীর পক্ষে করণীয় সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহনের নিমিত্তে গাংনী উপজেলা বিএনপি-অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে-যৌথ সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে গাংনী উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, গাংনী, মেহেরপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমজাদ হোসেন, (সাবেক এমপি) সাবেক সভাপতি, মেহেরপুর জেলা বিএনপি,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাজ উদ্দিন কালু, সভাপতি, গাংনী উপজেলা বিএনপি,অনুষ্ঠান সঞ্চালনা করেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল,এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলি ভূট্টু।
