ঢাকাThursday , 15 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি নিয়ে উধাও দুর্বৃত্তরা

Mahamudul Hasan Babu
January 15, 2026 4:08 pm
Link Copied!

বাদশা আলম  শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে সড়কে গাছ ফেলে গতিরোধ করে চালককে বেঁধে একটি অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অটোভ্যান চালকের নাম মোঃ দুলাল হোসেন (৫০)। তিনি উপজেলার ভবানীপুর ইউনিয়নের আটাইল গ্রামের মৃত তফের আলীর ছেলে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে দুলাল হোসেন প্রতিদিন ভোরে স্থানীয় ‘নাবিল হাইওয়ে হোটেল’ এর কর্মচারীদের কর্মস্থলে পৌঁছে দেওয়ার কাজ করেন। বৃহস্পতিবার ভোরে তিনি গাড়ি নিয়ে বের হলে ভবানীপুর আঞ্চলিক সড়কের তেঁতুলতলা স্থানে পৌঁছামাত্র ৫ জনের একদল সংঘবদ্ধ ছিনতাইকারী রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে তার গতিরোধ করে।
এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের মুখে চালক দুলালকে জিম্মি করে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রাখে। পরে তারা প্রায় দেড় লাখ টাকা মূল্যের অটোভ্যান, চালকের কাছে থাকা নগদ ৭৫০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত চালক দুলাল হোসেন বলেন, “হঠাৎ রাস্তার মাঝখানে গাছ দেখে থামতেই তারা আমাকে ঘিরে ধরে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। গাড়িটিই ছিল আমার উপার্জনের একমাত্র মাধ্যম।” এ ঘটনায় তিনি বৃহস্পতিবার দুপুরে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, ওই সড়কটিতে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। নির্জন এলাকা হওয়ায় দুর্বৃত্তরা সহজেই অপরাধ করে পার পেয়ে যায়। বিষয়টি এর আগেও পুলিশকে জানানো হয়েছিল।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ছিনতাইয়ের ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশি তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।