ঢাকাFriday , 16 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় গ্রাম্য সংঘর্ষে ১৩ জন আহত পুলিশের অভিযানে ২১ জন গ্রেফতার পুলিশি পদক্ষেপে জনমনে স্বস্থি

Mahamudul Hasan Babu
January 16, 2026 11:20 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা: মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের নড়িহাটব গ্রামে সামাজিক আধিপত্যবাদকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের ১৩ জন্য আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামটি রণক্ষেত্রে পরিনত হলে এ ঘটনায় মাগুরার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান তাৎক্ষনিক বিষয়টি গুরুত্বের নিয়ে ব্যাপক পুলিশি অভযান পরিচালনা করে উভয় গ্রুপের ২১ জনকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে শুক্রবার দুপুর ৩টায় সদর থানা থেকে তাদেরকে আদালতে নেয়া হয়। এ ঘটনায় গ্রাম্য সংঘর্ষ হ্রাস পাবে বলে অনেকেই মতামত ব্যক্ত করেন। তারা পুলিশকে এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার প্রতি আরোপ করেন। অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মিরাজুল ইসলাম জানান, পুলিশ সুপার মহদয়ের তড়িৎ নির্দেশনায় মাগুরা সদর থানার একদল পুলিশের সমন্বয় অভযান পরিচালনা করা। পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, গ্রাম্য সংঘর্ষ নির্মুল করতে কোন ছাড় দেয়া হবেনা। জেলার সর্বত্র এ ধরণের পদক্ষেপ গ্রহন করা হবে।