ঢাকাFriday , 16 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের আমঝুপি মানব উন্নয়ন কেন্দ্র মউকের উদ্যোগে বার্ষিক সম্মেলন ও শিক্ষা সফর অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
January 16, 2026 3:34 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের আমঝুপি মানব উন্নয়ন কেন্দ্র মউকের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও বার্ষিক সম্মেলন ও শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। জেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম ও এডুকেশন ওয়াচ গ্রুপের সহযোগিতায় বার্ষিক সম্মেলন ও শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। এবার মউক পরিবারের সকল সদস্যদের সম্মতিক্রমে ভেড়ামারা উপজেলার পাকশী ব্রিজ সংলগ্ন (পদ্মা নদীর তীরে) ‘মনি পার্কো” সফরের আয়োজন করা হয়। সবার কাছে এটি বনেভোজন বা শিক্ষা সফর মনে হলেও মূলতঃ এটা ছিল মউকের প্রায় ২ শতাধিক সদস্যের মিলন মেলা । জীবনের বিরামহীন ছুটে চলা, কর্মব্যস্ত, কান্তিহীন সংসার জীবন থেকে কিছুটা সময় বের করে নিয়ে নারী পুরুষ , শিশু সবাই মেতেছিল আনন্দ ভ্রমনে। বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে শিক্ষা সফরে যাওয়ার প্রস্তুতি। কেউ সকালের হালকা নাস্তা খেয়ে আবার কেউবা না খেয়ে নির্ধারিত বাসে চড়ে বসার হিড়িক। সময় গুনতে গুনতে একসময় সবাই যথারিতি ৪ টি বাসে চড়ে সেই গন্তব্যে পৌছানো। আনুমানিক সকাল সোয়া ১০ টার মধ্যে মনি পার্কের গেটে হাজির। আমরা সবাই আনন্দে উদ্বেলিত। ঘুরে ঘুরে দেখলাম। ছোট জায়গা , বিনোদনের তেমন কিছু দৃষ্টিনন্দন রাইডার না থাকলেও পাশেই বয়ে চলা প্রমত্তা চোখ জুড়ানো পদ্মা নদী। পদ্মা নদীর ছলাৎ ছলাৎ ঢেউ। অদূরে সেই ব্রিটিশ আমলের হার্ডিঞ্জ ব্রিজ, তারও পাশে লালন সেতু । একনজর দেখতে আমরা পছন্দ মত মানুষ গুলোর সাথে ডিঙ্ িনৌকায় চড়ে দুটি ব্রিজ ঘুরে দেখা।
এর মধ্যে পিকনিক স্পটটি মনি পার্ক এর খুব কাছাকাছি হওয়ায় সকলেই অটো ভ্যান যোগে গোলাপনগরের সেই আধ্যাত্মিক সাধক সোলায়মান শাহ এর মাজার শরীফ পরিদর্শন করা হয়।
মিলন মেলায় উপস্থিত ছিলেন, মানব উন্নয়ন কেন্দ্র মউকের নির্বাহী প্রধান ও জেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের ক্যাশিয়ার বল্টু, নির্বাহী সদস্য আমঝুপি ইউপির প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আক্তারুজ্জামান আক্তার, আব্দরু রকিব, শহিদুল ইসলাম, মখলেছুর রহমান প্রমুখ।
পরবর্তীতে মিলন মেলার বিভিন্ন ইভেন্ট যেমন চোখ বেঁধে হাড়িভাঙ্গা, সূচে সূতা পরানো,বেলুন ফাটানো,মনোমুগ্ধকর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী দের মাঝে এবং আমন্ত্রিত অতিথিদের মাঝে ক্রেস্ট উপহার দেয়া হয়।
বিনোদন অনুষ্ঠান পরিচালনা করেন, মউকের প্রকল্প পরিচালক সাদ আহমেদ, মুরাদ হোসেন,ফাইমা আখতার, গোলাম আম্বিয়া,কাজলী সহ মউক পরিবারের সদস্যবৃন্দ। শিক্ষা সফর শেষে মাগরিব নামাজের শেষে বাসে চেপে ফিরে আসা