স্টাফ রিপোর্টার (লক্ষ্মীপুর):আবু সালমান : রামগতিতে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা ও রামদয়াল থেকে ছেড়ে আসা আরেকটি অটোরিকশা গার্মেন্টসের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশায় থাকা দুইজন যাত্রী আহত হন।
ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে জানা যায়, আহতদের অবস্থা আশঙ্কাজনক নয় এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে, তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
