ঢাকাSaturday , 17 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভ্যাট ব্যবস্থায় স্বচ্ছতা ফেরানোর আহ্বান টাইলস ব্যবসায়ী নেতার

Mahamudul Hasan Babu
January 17, 2026 12:00 pm
Link Copied!

সবুজ হোসেন, নওগাঁ:বাংলাদেশের ভ্যাট ব্যবস্থায় দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতি চলে আসছে-এমন মন্তব্য করেছেন দক্ষিণ নওগাঁ টাইলস অ্যাসোসিয়েশনের সভাপতি বনফুল। তিনি বলেছেন, ভ্যাট অফিসের কিছু কর্মকর্তার মনগড়া ভ্যাট নির্ধারণের কারণে একটি বড় দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে, যেখানে সরকার ও সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছেন কিছু কর্মকর্তা ও প্রভাবশালী ব্যবসায়ী।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বনফুল এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, অনেক বড় টাইলস ব্যবসায়ী ভ্যাট বিভাগের কিছু কর্মকর্তাকে খুশি রেখে সরকারকে প্রকৃত ভ্যাট পরিশোধ করছেন না। এর ফলে রাষ্ট্র বিপুল রাজস্ব হারাচ্ছে, আর বাজার ব্যবস্থায় তৈরি হচ্ছে বৈষম্য ও অনৈতিক প্রতিযোগিতা।

তিনি বলেন,ভ্যাট অফিস থেকে প্রত্যেক দোকানদারের ওপর মনগড়াভাবে ভ্যাট ধার্য করে দেওয়া হয়। এই সুযোগেই দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।

দক্ষিণ নওগাঁ টাইলস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নিজের অবস্থান থেকে তিনি এই অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, এখন থেকে তিনি আর কোনো মনগড়া ভ্যাট দেবেন না। যতটুকু পণ্য বিক্রি করবেন, ঠিক ততটুকুর ওপরই ভ্যাট পরিশোধ করবেন। অর্থাৎ ভ্যাট না বেশি, না কম।

পোস্টে তিনি আরও বলেন, আমরা ভ্যাট দিয়ে পণ্য কিনব, ভ্যাট নিয়ে পণ্য বিক্রি করব এবং বছর শেষে সম্পূর্ণ আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী আয়কর পরিশোধ করব।

এ লক্ষ্যে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভ্যাট আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করতে অবিলম্বে আধুনিক ভ্যাট মেশিন (ইএফডি/পস মেশিন) স্থাপন করা প্রয়োজন, যাতে ব্যবসায়ীরা সরাসরি সরকারকে ভ্যাট পরিশোধ করতে পারেন এবং কোনো মধ্যস্বত্বভোগীর সুযোগ না থাকে।

তার এই বক্তব্যকে ভ্যাট ব্যবস্থায় স্বচ্ছতা ফেরানোর একটি সাহসী অবস্থান হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। অনেকেই মনে করছেন, ব্যবসায়ী নেতাদের এ ধরনের উদ্যোগ সরকারকে রাজস্ব আহরণে সহায়তা করার পাশাপাশি বাজারে ন্যায্যতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।