দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি :পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জমিতে পানি নেওয়ার ড্রেন নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে শাহাজ উদ্দীন (৬০) নামের এক কৃষক কোদালের আঘাতে গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা বন্দীরকামাত গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শাহাজ উদ্দীন ওই এলাকার মৃত ডাহাজ উদ্দীনের ছেলে। ঘটনার পর প্রথমে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার ডান পায়ের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শাহাজ উদ্দীন জানান, শনিবার সকালে প্রতিদিনের মতো তিনি তার লিজ নেওয়া চাষের জমিতে কাজ করতে যান। সেখানে গিয়ে দেখেন, প্রতিবেশী সহর উদ্দীন বাবু (৩৭) ও তার বাবা আব্দুর রহমান (৬০) তার জমির ভেতর দিয়ে কোদাল দিয়ে ড্রেন কাটছেন, যাতে তাদের জমিতে পানি প্রবাহিত করা যায়। তিনি এতে আপত্তি জানিয়ে বলেন, তিনি ওই জায়গা থেকে পানি নেন না এবং তার জমি ব্যবহার না করতে অনুরোধ করেন। পরে উভয় পক্ষই কথা কাটাকাটিতে জড়িয়ে পরেন।
পরে ক্ষিপ্ত হয়ে সহর উদ্দীন বাবু তার হাতে থাকা কোদাল দিয়ে তার পায়ে আঘাত করেন এবং আব্দুর রহমান তাকে মারধর করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
আহতের ছেলে জাহাঙ্গীর আলম বলেন, “খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাবাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। তবে পায়ের আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে রংপুরে রেফার্ড করেন।”
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোসফেকা জানান, কোদালের আঘাতে শাহাজ উদ্দীনের ডান পায়ের হাড় কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত সহর উদ্দীনের ভাই আব্দুল মালেক মুঠোফোনে জানান, ড্রেন বাঁধাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগের মাথায় তার ভাই শাহাজ উদ্দীনের পায়ে কোদাল দিয়ে আঘাত করেন, এতে তিনি আহত হন।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়েরের তথ্য পাওয়া যায়নি।
