ঢাকাSaturday , 17 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গণভোট ও সংসদ নির্বাচনের বার্তা নিয়ে ভোটের গাড়ি এখন বাগেরহাটে

Mahamudul Hasan Babu
January 17, 2026 2:26 pm
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: গনভোট ও সংসদ নির্বাচণ, দেশের চাবি আপনার হাতে এই স্লোগানের নির্বাচনের বার্তা নিয়ে ভোটের গাড়ি এখন বাগেরহাটে রয়েছে। সকালে নির্বাচন বিষয়ক প্রচার-প্রচারণার জন্য গাড়িটি জেলার মোল্লাহাট উপজেলার গাংনি ইউনিয়ন পরিষদ মাঠে পৌছায়। দুপুর ১২টায় স্থানীয়দের মাঝে গণভোট, সংসদ নির্বাচন ও ভোট প্রদানের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করে।
এই গাড়িটি কোন প্রার্থীর প্রচার করছে না,বরং দক্ষ প্রার্থী বেছে যে নেয়াসহ গনভোট বিষয়ে প্রচারণা চালায়। ভ্রাম্যমাণ ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাইযোদ্ধা,বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকান্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। সংস্কৃত ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে তৈরি করা পাচটি পিভিসির মাধ্যমে তুলে দরা হচ্ছে অতীতের গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যা,তরুণ ও নারীদের বঞ্চিত হওয়ার ইতিহাস। এর মাধ্যমে সাধারণ মানুষ গণভোট ও সংষদ নির্বাচনের মাধ্যমে সচেতন হচ্ছে।
বাগেরহাটে ভোটের গাড়ির এই প্রচারণায় বাগেরহাটের গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক মুঈনুল ইসলাম, মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুস্মিতা সাহাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।পরে বিকেলে মোল্লাহাটের গাওলা ও কোদালিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ভোটের গাড়ি থেকে গণভোট ও নির্বাচন সম্পর্কে প্রচার-প্রচারণা চালানো হয়।