এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার তিতাসে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও ২০১০ বোতল বিয়ারসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ও বিপুল পরিমাণ অবৈধ বিয়ারসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। অভিযানের সময় একজন আসামি পালিয়ে যায়।
জানা যায়, গতকাল আনুমানিক রাত ১০টা ৩০ মিনিটে কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ তিতাস আর্মি ক্যাম্প যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর ও গৌরীপুর এলাকায় পৃথকভাবে অভিযান চালানো হয়।
অভিযানকালে গোপালপুর গ্রামের মো. রবিউলের বসতবাড়ি থেকে ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় গৌরীপুর এলাকায় খাইরুলের বাড়িতে অভিযান চালিয়ে জিলানি ও সাইফুল নামে দুইজনকে ২১০ বোতল বিয়ারসহ আটক করা হয়। তবে অভিযানের সময় খাইরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের তিতাস আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আল সোহানুর এর নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন— শাহপরান (২৭), পিতা: মো. নুরইসলাম, গ্রাম: জিয়ারকান্দি, সাইফুল (২৭), পিতা: আব্দুল খালেক, গ্রাম: জিয়ারকান্দী, এবং মো. রবিউল (৩২), পিতা: মো. নসু মিয়া, গ্রাম: গোপালপুর।
আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
