আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার বামুন্দী বাজারের জনতা ব্যাংকের নিচে সামিয়া ট্রেডার্স প্রোপাইটর আব্দুল আল হোসেন ( মিঠু) ডিলার যমুনা অয়েল কোম্পানি লিমিটেড
এর নামে ও বামুন্দী বাজারের মেসার্স আছিয়া এন্টারপ্রাইজ এর মালিক মোখলেসুর রহমান, ডিলারশিপ নিয়ে জনবসতি এলাকায় খোলা বাজারে অকটেন,পেট্রোল, ডিজেল,গ্যাস সিলিন্ডার একই জায়গায় রেখে বিক্রয় করে আসছেন বলে অভিযোগ উঠেছে।
আজ রবিবার সকালে সামিয়া ট্রেডার্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ ঘটনায় বাজারের জনতা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীসহ সাধারণ ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করেন। এ সময় খবর পেয়ে বামুন্দি ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা বলেন,এই সব দাহ্য পদার্থের দোকানগুলি অবিলম্বে এই জনবসতি এলাকা থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়ার দাবি করেন,/
অবৈধভাবে জনবসতি এলাকায় খোলা বাজারে এই গ্যাস সিলিন্ডার অকটেন, পেট্রোল,এর দোকান দিয়ে তিনি ক্ষমতার দাপট দেখিয়ে ব্যবসা করে আসছেন।গাংনী উপজেলা প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করেছেন এখানকার ব্যবসায়ীরা।
এ ব্যাপারে বামুন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম জানান, বিস্ফোরক অধিদপ্তর অফিসের নির্দেশনা উপেক্ষা করে খোলা বাজারে অকটেন, পেট্রোল ডিজেল গ্যাস সিলিন্ডার অবৈধভাবে বিক্রয় করছে যা জনবসতি এলাকায় অবৈধভাবে ব্যবসা করে আসছে অবিলম্বে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন স্থানীয় ব্যবসায়ীরা।
বামুন্দি বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী মেহেরুল্লাহ জানান, আজ বামুন্দি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আল্লাহর রহমতে বেঁচে গেছে /তবে যারা এই সব অবৈধ ব্যবসা জনবসতি এলাকায় করছে, এটা ঠিক না। এটা নিরাপদ স্থানে হওয়া উচিত বলে তিনি মনে করেন এবং বিষয়টি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
অগ্নিকাণ্ডের ব্যাপারে জনতা ব্যাংকের ম্যানেজার ইকবাল হোসেন জানান, উনি যেহেতু লাইসেন্স নিয়ে ব্যবসা করে, লাইসেন্সটা যেহেতু বিস্ফোরক অধিদপ্তর থেকে উনাকে দেওয়া হয়েছে,নিশ্চয়ই কিছু প্রটেকশন ব্যবস্থা রেখে তাকে লাইসেন্স দিয়েছে,আমার মনে হয়,সেগুলো রেখে ব্যবসা করা উচিত।
তিনি আরো বলেন, আগুন ছড়িয়ে পড়লে আমাদের ব্যাংক স্টাফসহ গ্রাহকরা ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে মারা যেত,এবং ব্যাংকের কোটি কোটি টাকা আগুনে পুড়ে ভস্মীভূত হতো,অগ্নিকাণ্ডের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, উক্ত প্রতিষ্ঠানটি নিরাপদ স্থানে হলে ভালো হয়।
এ ব্যাপারে সামিয়া ট্রেডার্স মালিক আব্দুল আল হোসেন (মিঠুর) কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ডিসির সাথে লাইসেন্স নিয়েছি, ডিসি এবং ইউএনও,র সাথে আপনারা কথা বলেন,আমি কোন লাইসেন্স আপনাদের দেখাবো না এবং কোথায় কি ব্যবসা করব সেটা আমার ব্যাপার। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতি হলে আমি ক্ষতিপূরণ দেবো, আপনাদের কি?
এ ব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান বিষয়টা আমি শুনেছি, বামুন্দী ফায়ার সার্ভিসকে খতিয়ে দেখার জন্য বলা হয়েছে, তিনি আরো বলেন জনবসতী এলাকায় বিস্ফোরক অধিদপ্তর লাইসেন্স দিয়েছে কি দেয়নি এটা দেখা হচ্ছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
