ঢাকাMonday , 19 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে জনবাণী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

Mahamudul Hasan Babu
January 19, 2026 1:25 pm
Link Copied!

মিজানুর রহমান মিজান  লালমনিরহাট প্রতিনিধিঃaলালমনিরহাটে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে কেক কেটে এক সংক্ষিপ্ত ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অফিস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক জনবাণী পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি মো. খাইরুল ইসলাম। তিনি বলেন, “দৈনিক জনবাণী পত্রিকা সত্য ও ন্যায়ের পক্ষে সবসময় অবিচল। সত্য, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার স্লোগানে আমরা এগিয়ে যাচ্ছি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও যমুনা টেলিভিশনের লালমনিরহাট জেলা প্রতিনিধি আনিসুর রহমান লাডলা, প্রেসক্লাব লালমনিরহাটের সদস্য সচিব ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম রতন এবং প্রেসফোরামের যুগ্ম সম্পাদক তন্ময় আহমেদ নয়ন।
কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই বিধান রায় এবং প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির সভাপতি আলাউদ্দিন আল আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্নাহ, কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি এস. কে. সাহেদ, দৈনিক লাখোকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আবদুর রাজ্জাক, আরটিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজান, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মোহাশীন ইসলাম শাওনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার লালমনিরহাট জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও কেক কেটে উৎযাপন ও আলোচনা সভায়  বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।