ঢাকাMonday , 19 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত কলেজে প্রশাসনিক গাফিলতি ও সাংস্কৃতিক অব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ

Mahamudul Hasan Babu
January 19, 2026 2:58 pm
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি:মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের হাতে গড়া পিরোজপুর আফতাব উদ্দিন কলেজে প্রশাসনিক গাফিলতি ও দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে। শিক্ষার মান, পরীক্ষার ফলাফল এবং সাম্প্রতিক সাংস্কৃতিক আয়োজন নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে ক্রমেই উদ্বেগ ও সমালোচনা বাড়ছে।
সোমবার (১৯ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশীয় ও মুক্তিযুদ্ধভিত্তিক পরিবেশনার পরিবর্তে ভিনদেশি (হিন্দি) গান পরিবেশন করা হয়। মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে এমন সাংস্কৃতিক পরিবেশ অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের অভিযোগ, কলেজের বর্তমান অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল নিয়মিত কলেজে উপস্থিত থাকেন না এবং প্রায়শই ঢাকায় অবস্থান করেন। এতে একাডেমিক তদারকি ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অধ্যক্ষকে ঘিরে কিছু কথিত ছবি ও পোস্ট ছড়িয়ে পড়ায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এসব বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
শিক্ষার্থী ও অভিভাবকদের ভাষ্য অনুযায়ী, কলেজটির পরীক্ষার ফলাফলও আশাব্যঞ্জক নয়। গত কয়েক বছরে পাশের হার ও ভালো ফলাফলের সংখ্যা কমে যাওয়ায় কলেজের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে ভর্তি কার্যক্রমে—প্রতিবছর শিক্ষার্থী সংখ্যা কমে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বখাটে ও বহিরাগতদের আড্ডা এবং প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগও উঠেছে। এসব বিষয়ে কলেজ প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আরও অভিযোগ রয়েছে, কলেজ মাঠ সংলগ্ন একটি পুকুরে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ব্যবহারের সুবিধার্থে কিছুদিন আগে বিদায়ী জেলা প্রশাসক একটি পাকা ঘাটলা নির্মাণ করে দেন। তবে অজ্ঞাত কারণে কলেজ কর্তৃপক্ষ ওই ঘাটটি বেড়া দিয়ে বন্ধ করে রাখায় পুকুরটি ব্যবহার করা যাচ্ছে না। এ বিষয়ে কলেজ গভর্নিং বডির সভাপতি এস এম সাইদুল ইসলাম কিসমতের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন এবং এ জন্য তার কাছ থেকে কোনো অনুমতিও নেওয়া হয়নি।
সচেতন মহলের মতে, বর্তমান অধ্যক্ষের প্রশাসনিক দুর্বলতার কারণেই কলেজটির সার্বিক কার্যক্রম পিছিয়ে পড়ছে। তারা মনে করেন, কলেজ পরিচালনায় পরিবর্তন এলে শিক্ষার পরিবেশ উন্নত হবে এবং শিক্ষার মান পুনরুদ্ধার সম্ভব। এ অবস্থায় একজন দক্ষ, দায়িত্বশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পালের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, পিরোজপুর আফতাব উদ্দিন কলেজটি মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ তাঁর বাবার নামে প্রতিষ্ঠা করেন। স্থানীয়দের দাবি, প্রতিষ্ঠাতার মুক্তিযুদ্ধের আদর্শ ও ঐতিহ্য রক্ষায় কলেজ পরিচালনায় দ্রুত কার্যকর ও দায়িত্বশীল প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা জরুরি