সৈয়দ সাজন আহমেদ রাজু ধনবাড়ী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইলের ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২০জানুয়ারী) দুপুরে ধনবাড়ী প্রেসক্লাবে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এ মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়।
সভায় সেনাবাহিনীর পক্ষে বক্তব্য দেন, মধুপুর সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রিফাত। তিনি বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য পারস্পরিক পরিচিতি, বোঝাপড়া এবং ধনবাড়ী ও মধুপুর উপজেলার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা জোরদার করা।
সাম্প্রতিক সময়ে গুজব, অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি করার অপচেষ্টা নিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনের এ প্রেক্ষাপটে গণমাধ্যম অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম, যার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, বিভ্রান্তি রোধ এবং সত্য প্রতিষ্ঠা করা সম্ভব। জননিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য সেনাবাহিনীকে জানাতে অনুরোধ জানানো হয়।
এসময় আরোও বক্তব্য দেন,ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক গণমুক্তি প্রত্রিকার সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক এন টিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, সিনিয়র সহ সভাপতি দৈনিক আমার সংবাদ প্রতিনিধি সৈয়দ সাজন আহমেদ রাজু, সহ-সভাপতি স্বাধীন বাংলা নিউজ টিভি’র সম্পাদক এস এম আব্দুর রাজ্জাক,
কার্যকরী সদস্য যুগান্তরের সাংবাদিক এস এম শহীদ,
মুভি বাংলা টেলিভিশনের সাংবাদিক মোঃ পলাশ ইসলাম স্বাধীন বাংলা টিভির সাংবাদিক মোঃ জাহিদ সরকার,
গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম, মানবজমিন পত্রিকার সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, সরকার, মোঃ সোহাগ হোসেনসহ অন্যরা।
সভায় ধনবাড়ী প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গনমাধ্যম কর্মীদের ভূমিকা নিয়ে নানা বিষয়ে ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকরা মত বিনিময় করেন ।
