আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি সংবাদদাতাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির দুইটি সংসদীয় আসনে চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিনের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন।
ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত, এনসিপির মাহমুদা আলম মিতু ও বাংলাদেশ লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান মনোনয়ন প্রত্যাহার করেন।
ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর–নলছিটি) আসনে আমার বাংলাদেশ (এবি পার্টি)-এর প্রার্থী শেখ জামাল হোসেন মনোনয়ন প্রত্যাহার করেন।
এতে দুই আসনেই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার চিত্রে পরিবর্তন এসেছে।
