মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের আয়োজনে ৪০টি ইভেন্টের ওপর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বুধবার ( ২১ জানুয়ারি) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শরমিন পারভীনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সহকারী শিক্ষক ফারুক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মোঃ হুমায়ুন কবীর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান। এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী , সাধারণ সম্পাদক মোঃ জাহেরুল ইসলাম ও অভিভাবকবৃন্দ। বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান পাঠ্যক্রমের একটি অংশ। লেখা পড়ায় মনোনিবেশ করতে হলে শরীর এবং মনকে সতেজ রাখতে হবে। বআরা বলেন, শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশে লেখাপড়ার পাশাপাশি সবচেয়ে বেশী ভূমিকা রাখে খেলাধুলা। খেলাধুলা শিশুদের সৃজনশীলতা এবং কল্পনা বিকাশেও সহায়তা করে। সুস্থ জাতি গঠনে শারীরিক শিক্ষা আর খেলাধুলার ভুমিকা অনস্বীকার্য। শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অতিথিবৃন্দকে মুগ্ধ করেছে। আলোচনা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
