ঢাকাWednesday , 21 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মত বিনিময় সভা

Mahamudul Hasan Babu
January 21, 2026 11:37 am
Link Copied!

স্টাফরিপোর্টার।। মাগুরায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, সু প্রদীপ চাকমা।

বুধবার (২০ জানুয়ারি) সকালে জেলা অডিটোরিয়াম মাগুরাতে গণভোট প্রচারের উদ্বুদ্ধ করুন এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য উপদেষ্টা বলেন, আগামীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ দেখতে চাই। যেখানে থাকবে না কোন হিংসা-বিদ্বেষ, যেখানে থাকবে না কোন বৈষম্য।

তিনি বক্তব্যে আরো বলেন,গণভোটারদের উদ্বুদ্ধ করুন নিরপেক্ষতা ভাবে দেশের ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হোক। আমাদের বাংলাদেশ ইন্টারনেট কেউ বন্ধ না করুক। আমাদের নতুন প্রজন্ম পড়াশুনায় অগ্রাধিকার পাবে। সম্প্রীতি বজায় থাকবে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে গণভোটে আপনারা সকলকে ভোট দিবেন।

তিনি গণভোটের প্রচারণা লিফলেট ও ব্যানার ফেস্টুনের কথা উল্লেখ করে বলেন,দশ বছরের বেশি সময় কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সরকারি দল ইচ্ছে মতো সংবেদন সংশোধন করতে পারবেনা। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সমূহের সভাপতি নির্বাচিত হবেন। রাষ্ট্রভাষা বাংলা মর্যাদায় পাশাপাশি অন্যান্য জাতি গোষ্ঠীর ভাষা ও সাংবাদিক স্বীকৃতি দেওয়াসহ অন্যান্য দাবি কথা তুলে ধরেন এ বক্তা।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার হাবিবুর রহমান,উপসচিব মনিরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী গ্রাম পুলিশসহ সুধীজন এই মতবিনিময়ে অংশগ্রহণ করেন।