মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধ: চলো একসাথে গড়ি বাংলাদেশ এ শ্লোগান নিয়ে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে বুধবার দুপুরে ১০ দলীয় ঐক্য জোটের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ১০ দলীয় ঐক্য জোটের মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল মতিন, মাগুরা-২ আসনের জামায়াত ইসলামী বাংলাদেশের প্রার্থী অধ্যাপক এমবি বাকের, জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী সহকারী অধ্যাপক মাওলানা সাঈদ আহমেদ বাচ্চু, খেলাফত মজলিস মাগুরা শাখার সহসভাপতি ডক্টর মাওলানা মোহাম্মদ ফয়জুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সামসুজ্জামান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি কাজী আওয়ালসহ আরো অনেকে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরায় ১০ দলীয় ঐক্য জোট পুরো প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার থেকে মাগুরা ১০ দলীয় ঐক্য জোট প্রার্থীর পক্ষে পুরোদমে প্রচার- প্রচারনায় নামবে নেতাকমীরা। জুলাই বিপ্লবের স্বপ্নকে সফল করতে আমাদের ১০ দলীয় ঐক্যজোট প্রার্থীকে জয়যুক্ত করতে সবাই কাজ করবে ইনশাআল্লাহ ।
