ঢাকাWednesday , 21 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ৩টি আসনে প্রতিক বরাদ্দ পেলেন যারা

Mahamudul Hasan Babu
January 21, 2026 1:39 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের দিনে ঠাকুরগাঁওয়ের তিনটি আসনে ২০ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনসহ অনেকে উপস্থিত থেকে প্রতীক গ্রহণ করেন।
বুধবার (২১ জানুয়ারী) ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইরশাত ফারজানা এই প্রার্থীদের এসব প্রতীক ঘোষণা করেন।
জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ে তিনটি সংসদীয় আসনে ২০ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।
ঠাকুরগাঁও-১ আসনে তিন জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর “ধানের শীষ” প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ঢাকা দক্ষিণের ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সূরা সদস্য দেলাওয়ার হোসেন “দাঁড়িপাল্লা” এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম “হাতপাখা” প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন।
ঠাকুরগাঁও-২ হরিপুর, বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলার (আংশিক কাশিপুর ও ধর্মগড় ইউনিয়ন) আসনে সাত জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় পার্টির নুরুন নাহার বেগম “লাঙ্গল” প্রতীক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুল হাকিম “দাঁড়িপাল্লা” প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ডা. আব্দুস সালাম “ধানের শীষ”, আমার বাংলাদেশ পার্টি (এবি)-র নাহিদ রানা “ঈগল” প্রতীক, গণ অধিকার পরিষদ (জিওপি)-র ফারুক হোসেন “ট্রাক” প্রতিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের রেজাউল করিম “হাতপাখা” প্রতীক এবং বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সাহাব উদ্দীন আহাম্মেদ “কাস্তে” প্রতীক।
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল আংশিক) আসনে ১০ জন প্রার্থীকে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন বাংলাদেশ মুসলিম লীগের এস এম খলিলুর রহমান সরকার “হারিকেন” প্রতিক, বাংলাদেশ মাইনরিটি পার্টি (বিএমজেপি)-র কমলাকান্ত রায় “ রকেট” প্রতীক, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির প্রভাত সমীর শাহজাহান আলম “কাস্তে”প্রতিক, স্বতন্ত্র প্রার্থী আশা মনি “ফুটবল” প্রতীক, বাংলাদেশ সুপীম পার্টি-র আবুল কালাম আজাদ “একতারা” প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আল আমিন “হাতপাখা” প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র জাহিদুর রহমান “ধানের শীষ” প্রতীক, গণঅধিকার পরিষদ (জিওপি)র মামুনুর রশিদ মামুন “ট্রাক” প্রতীক, বাংলাদেশ জামায়াতে ইসলামী-র মিজানুর রহমান “দাঁড়িপাল্লা” প্রতীক এবং জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ “নাঙ্গল” প্রতীক।
ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইরশাত ফারজানা বলেন, নির্বাচন আচরণবিধি মেনে প্রার্থীরা তাদের প্রতীক নিয়ে ভোটের মাঠে প্রচারে বাধা থাকবে না। আগামীকাল থেকে প্রার্থীরা নির্বাচনী প্রতীক নিয়ে ভোটারদের কাছে যেতে পারবেন।