মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা: ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীনবরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আতিকুজ্জামান, ভূমি দাতা ডা.গোলাম মোস্তফা, প্রতিষ্ঠাতআ ডা.মমতাজ খানম,আমিরিকা প্রবাসী আব্দুল ওহাব,প্রধান শিক্ষক আব্দুল হাকিম, কৃষক দলের সভাপতি আমিরুজ্জামান মাসুম,ড্যাব সাধারণ সম্পাদক ডা.আহমেদ মোস্তফা নোমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতিন।পরে ডিসপে¬ ও শরীরচর্চা প্রদর্শন, বিভিন্ন ইভেন্টের উপর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে নবীন বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মেডিকেল শিক্ষার্থী সহ অনুষ্ঠানে ৩১জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা হিসেবে ক্রেস্ট এবং ৩১০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয় ।
