ঢাকাThursday , 22 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় সেচ পাম্প না পাওয়ায় ১০০ বিঘা জমিতে চরম সেচ সংকট

Mahamudul Hasan Babu
January 22, 2026 2:23 pm
Link Copied!

আসাদুজ্জামান রুবেল গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা:গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া গ্রামে সেচ পাম্পের অভাবে প্রায় ১০০ বিঘা আবাদি জমিতে চরম সেচ সংকট দেখা দিয়েছে। এতে চলতি বোরো মৌসুমসহ অন্যান্য মৌসুমি ফসল উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা।ভুক্তভোগী কৃষক শাহিনুর হোসেন শেখ জানান,তার অধীনে থাকা প্রায় ১০০ বিঘা জমিতে বোরো ধান ও অন্যান্য ফসলের চাষ করা হয়েছে।কিন্তু প্রয়োজনীয় সেচ সুবিধা না থাকায় জমিতে পর্যাপ্ত পানি সরবরাহ করা যাচ্ছে না। ফলে সময়মতো সেচের ব্যবস্থা করা না গেলে ফসল নষ্ট হওয়ার পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।তিনি আরও অভিযোগ করেন,সেচ পাম্প বরাদ্দের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), গাইবান্ধা কার্যালয়ে নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করেও এখন পর্যন্ত কোনো সাড়া পাননি।প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পাশাপাশি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।স্থানীয় কৃষকদের ভাষ্য, সেচ পাম্প সংকটের কারণে তারা চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকেই ঋণ নিয়ে চাষাবাদ শুরু করেছেন।কিন্তু সেচ সুবিধা না মিললে চলতি মৌসুমে ফসল উৎপাদন ব্যাহত হয়ে তারা মারাত্মক আর্থিক বিপর্যয়ের মুখে পড়বেন।এ অবস্থায় সেচ পাম্প পাওয়ার আশায় কৃষক শাহিনুর হোসেন শেখ গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে উপজেলা সেচ কমিটির কাছে পুনরায় আবেদন করেন।তিনি এলএলপি (LLP)সেচ পাম্প দ্রুত স্থাপনের দাবি জানিয়ে বলেন,এতে করে ওই ১০০ বিঘা জমিতে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।এ বিষয়ে বিএডিসির সেচ পাম্প সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলী গোলাম হোসেন বলেন,আবেদনটি এলএলপি স্কিমের আওতায় অনুমোদিত হলে অবশ্যই সেচ পাম্প স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত সেচ পাম্প বরাদ্দ ও স্থাপনের জন্য সংশ্লিষ্ট সেচ দপ্তর এবং কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।সময়মতো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে চলতি মৌসুমে ব্যাপক ফসলহানির আশঙ্কা করছেন তারা।