Fri. Nov 22nd, 2024

সারাদেশের ন্যায় বোদা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত।

বোদা পঞ্চগড় প্রতিনিধি:সমবায়ে গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২ নভেম্বর শনিবার বোদা উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দরা এ অনুষ্ঠানের আয়োজন করে।

বোদা উপজেলা সমবায় কর্মকর্তা এএফ এম জাকির হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির
এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বোদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন, আসাদুল্লাহ আসাদ যুগ সাধারণ সম্পাদক বোদা উপজেলা বিএনপি,আব্দুল বাসেত আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী বোদা উপজেলা, রায়হানুল আলম প্রধান রিয়েল আহ্বায়ক বোদা উপজেলা ছাত্রদল , জান্নাতুল বারি মানিক সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ বোদা উপজেলা শাখা, ওমর ফারুক ছাত্র সমন্বয়ক বোদা উপজেলা, মোঃ মাহমুদুল হাসান বাবু সাধারণ সম্পাদক বোদা রিপোর্টার্স ক্লাব।
আলোচনা সভা শেষে বোদা উপজেলার উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাতের জীবন যাত্রার মান উন্নয়ন প্রকল্পের আওতায় ১ লক্ষ টাকার করে ৩ জন সমবায়ী সদস্যকে ৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
সমবায় উন্নয়ন আবর্তক তহবিল হতে এ ঋনের চেক দেয়া হয়
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোদা উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক জাহেদার রহমান

Related Post

Leave a Reply