তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দলীয় ঐক্যজোটের উদ্যোগে তিতাস উপজেলায় গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলে অংশ গ্রহণ করেন কুমিল্লা-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী মো.নাজিমুদ্দিন মোল্লা।
বৃহস্পতিবার বিকেলে মিছিলটি তিতাস উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গৌরীপুর–হোমনা সড়ক প্রদক্ষিণ করে কড়িকান্দি বাজার ব্রিজে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- তিতাস–হোমনা জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার কাণ্ডারী ও কুমিল্লা-২ আসনের মনোনীত প্রার্থী মো. নাজিম উদ্দিন মোল্লা।
বক্তৃতায় তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান এবং জনগণের অধিকার ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় ১০ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল ও সভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
