আসাদুজ্জামান রুবেল গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সীচা বাজারের পাইকারি মনিহারী ব্যবসায়ী মশিউর রহমানের(৪০) ওপর পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে টাকা ছিনতাই ও হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সহ মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সীচা বাজার ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর আয়োজনে ওই বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাজারের ব্যবসায়ীরা সহ শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করে।এতে বক্তব্য রাখেন সীচা বাজারের ব্যবসায়ী হোসেন আলী,রবিউল ইসলাম (তরু), মোজাফর রহমান,আকু মিয়া, সাজেদুল ইসলাম, মমিনুল ইসলাম(বাবু),কাপড় ব্যবসায়ী শাহিন ইসলাম জুয়েল মিয়া সহ অন্যরা।বক্তরা বলেন,মামলা দায়েরের পর এ ঘটনার সাথে জড়িত কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হলেও,এই ঘটনার পেছনে থাকা মূল পরিকল্পনাকারী এবং নির্দেশদাতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা ও সীচা বাজারসহ সুন্দরগঞ্জের সকল ব্যবসায়ীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের টহল বাড়ানোর জোর দাবি জানানো হয়।এর আগে গত শনিবার ভোর রাত্রী আনুমানিক ১ টার দিকে ব্যবসায়ী মশিউর রহমান তার প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ী যাওয়ার পথে এক দল দুষ্কৃতকারী পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালিয়ে ব্যবসায়ের ৪ লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।পরে তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে দুষ্কৃতকারীরা সেখান থেকে পালিয়ে যায়।তারপর স্থানীয়রা চিকিৎসার জন্য আহত মশিউর রহমান কে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠায়।এ ঘটনার পরে ভুক্তভোগী মশিউর রহমানের স্ত্রী মৌসুমি আক্তার(৩৭) বাদী হয়ে ৩ থেকে ৪ জন কে অজ্ঞাত করে সুন্দরগঞ্জ থানায় একটি দস্যুতার মামলা দায়ের করেন।এরই ধারাবাহিকতায় সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযানে নেমে দস্যুতা ঘটনার সাথে জড়িত আসিফ,আল আমিন ও নাজমুল ইসলাম নামে ৩ যুবক কে গ্রেফতার করে। তাদের আরেক সঙ্গী রাজু মিয়া বর্তমানে পলাতক রয়েছে।
