মোঃসাইফুল্লাহ , মাগুরা প্রতিনিধি: যশোর অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত উন্নত জাতের সরিষা ও তেল ফসলের পরিচিতি চাষাবাদ পদ্ধতি রোগ বালাই ব্যবস্থাপনা বীজ উৎপাদন ও সংরক্ষণ কৌশল শীর্ষক কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২২ জানুয়ারী বৃহস্পতিবার মাগুরা জেলা বিনা উপকেন্দ্রে হলরুমে ৫০ জন কৃষকের অংশগ্রহণে এ প্রশিক্ষণ শুরু হয়।
ডঃ মাহবুবা কানিজ হাসনা এর সভাপতি এ কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর শামসুন্নাহার বেগম, পরিচালক প্রশিক্ষণ ও পরিকল্পনা বিনাম ময়মনসিংহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোহাম্মদ তাইজুল ইসলাম উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা, বিনা মাগুরার বৈজ্ঞানিক সহকারী মোঃ আল আমবনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজা মোহাম্মদ ইমন প্রকল্প পরিচালক তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প বিনা ময়মনসিংহ, মোহাম্মদ ডক্টর মোহাম্মদ হাসানুজ্জামান প্রকল্প পরিচালক বিসিডিএস প্রকল্প বিনা, মাগুরা বিনার এস এস ও ডক্টর সুশান চৌহান, কৃষিবিদ মোঃ মাসুদ রানা উপজেলা কৃষি অফিসার মাগুরা সদর।
এ সময় শিক্ষার্থীর মাঝে যশোর অঞ্চলে উপযোগী বিনা উদ্ভাবিত উন্নত জাতের সরিষার তেল ফসলের পরিচিতি চাষ পদ্ধতি রোগ বালাই ব্যবস্থাপনা বীজ উৎপাদন ও সংরক্ষণ কলা কৌশল সম্পর্কে কৃষকদের অবহিত করেন। পাশাপাশি উন্নত জাতের তেল ফসল উৎপাদন ও চাষ পদ্ধতির নিয়মসহ বিভিন্ন বিষয়ে কিষান কিষানিরা প্রশিক্ষণ গ্রহন করেন।
