এম, এ কুদ্দুস, দিনাজপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দিনাজপুর আগমন উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকায় অবস্থিত জেলা জামায়াত কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামীকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিমানযোগে প্রথমে পঞ্চগড়ে পৌঁছাবেন। সেখান থেকে বিকেল আনুমানিক আড়াইটার দিকে তিনি দিনাজপুরে এসে গোর-এ শহীদ বড় মাঠে অনুষ্ঠিতব্য এক বিশাল নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
এ সভায় ১০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি দিনাজপুরের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
এতে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
