ঢাকাThursday , 22 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

১১ দলীয় নির্বাচনী ঐক্যে যাচ্ছে জামায়াত- সহকারী সেক্রেটারি আব্দুল হালিম 

Mahamudul Hasan Babu
January 22, 2026 2:38 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি:- ১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে আবার ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াত জোট৷ কাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে নির্বাচনী জনসভার মাঠ পরিদর্শন ও খোঁজ নেওয়া শেষে এসব মন্তব্য করেন তিনি।
মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেয়া হয়েছে। পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেয়া হবে। জামায়াতে আমীরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে৷
একটি দল শিরক করছে তারেক রহমানের জনসভায় এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোন দলের নাম বলেন নি৷ আর জামায়াত ইসলাম কিভাবে পরিচালনা হয় দেশের মানুষ জানেন৷
এসময় জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী- দেলাওয়ার হোসেনসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন৷