রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের ইসলামপুর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোট মনোনীত প্রার্থী ড.অধ্যক্ষ মাওলানা ছামিউল হক ফারুকী দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই শক্ত বার্তা তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে এক বিশাল মিছিল বের করেন। মিছিলটি উপজেলায় নোয়ারপাড়া ইউনিয়নে উলিয়া বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দশ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। তারা স্লোগান ও প্রচারণার মাধ্যমে ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
প্রচারণাকালে ড.ছামিউল হক ফারুকী শান্তিপূর্ণ ও গণমুখী নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং জনগণের সমর্থন কামনা করেন।
