আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে জমি জালিয়াতি চক্রের রহস্য ফাঁস হলেও প্রকৃত মালিক প্রতিপক্ষের জাল খারিজ বাতিলের দাবি নিয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে।
জানা গেছে, গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের মহাম্মদ মন্ডলের ছেলে জান বক্সের নিকট থেকে ২২৮৮ দাগে ৩৭ শতক জমি অভিযোগকারীর বাবা আব্দুর রহমানের ক্রয়সূত্রে প্রাপ্ত ৩৩.৭২ শতাংশ জমি ওয়ারিশ হিসেবে অংশ মোতোবেক বন্টনের সিদ্ধান্ত থাকলেও প্রতিপক্ষ ধর্মচাকী গ্রামের মৃত মোজাহের মন্ডলের ছেলেরা (বুলু, মিঠু. দুলু, বিশু ,মনু )গোপনে জাল ও ভূয়া দলিল সম্পাদন করে জমির মালিকানা দাবি করছেন। যাার দলিল নং ৮৭৬৭, দলিল সম্পাদনের তারিখ ৩০/১০/১৯৮২ ইং, দাগ নং-৩২৬২/৩২৬৩ দাগে ৩৭ শতাংশ জমি হিজলবাড়ীয়া গ্রামের জাহারুল হকের স্ত্রী জয়নব নেছা ক্রেতা হিসেবে জমি ক্রয় করেন।
অন্যদিকে জাল দলিল ১৯৮২ সালে সম্পাদন হলেও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে আবুল কাশেম, আবুল হাশেম, স্ত্রী আনোয়ারা খাতুন ও তুষ্ঠু গাইনের ছেলে মখছেদ গাইন পার্শ্ববর্তী ৪১ নং হিজলবাড়ীয়া মৌজার অন্তর্ভুক্ত ৫১৭ নং খতিয়ানে (হোল্ডিং নং-৫১৮) ৩২৬২ নং দাগে জমির পরিমাণ -৩৩.৭২ শতাংশ। অর্থ্যাৎ ৮ বছর আগে আব্দুর রহমান জমি ক্রয় করেন। যার দলিল নং । দলিল নং ৪৩২৩ (যার দলিল সম্পাদনের তারিখ-৩/৪/১৯৭৪ ইং)।
এব্যাপারে অভিযোগ কারী আবুল কাশেম জানান, আমি জাল দলিল অনুসন্ধানে বিভিন্ন অফিসে ধর্না ধরেছি। আমার বৈধ কাগজপত্র দেখালেও আমি কোন সম্াধান পাইনি। শেষ পর্যন্ত জাল দলিলের কপি মেহেরপুর জেলা রেকর্ড রুমে গেলে রেকর্ড কিপার শিরিনা খাতুন ১৯৮২ সালের সমস্ত ফাইল পত্র তন্ন তন্ন করে খুজেও পায়নি। অবশেষে একটি চিরকুটে লিখে দিয়েছন যে, ১৯৮২ সালে ৮৭৬৭ নং সিরিয়ালের দলিল গাংনীতে বা মেহেরপুরে কোথাও রেজিস্ট্রী হয়নি।
এই জালিয়াতিচক্রের সাথে জড়িত যাদের নাম ভেসে আসছে, (যেমন দলিল লেখকের নাম রয়েছে ) গাংনীর একজন সিনিয়র মহুরা দিনাজউদ্দীনের নাম। এনিয়ে তার সাথে আলাপ কালে দিনাজউদ্দীন মহুরা অভিযোগ অস্ব^ীকার করে জানান, দলিল সম্পাদনের তারিখ হিসেবে (১৯৮২ ইং সাল ) । আমি তখনও মহুরা হিসেবে স্বাীকৃতি বা লাইনেন্স পাইনি। আমি লাইসেন্স পেয়েছি ১৯৮৬ সালে। এই জাল দলিলের লেখা আমার নয়। কেউবা কপি করে আমার নাম ব্যবহার করতে পারে।
অভিযোগ কারী উপজেলার ধর্মচাকী গ্রামের আব্দুর রহমানের ছেলে আবুল কাশেম জানান, আমার বাবা মারা যাওয়ার আগে হিজলবাড়ীয়া গ্রামের খতিয়ান নং-৫১৭, হোল্ডিং নং-৫১৮ দাগ নং ৩২৬২ ও ৩২৬৩ দুটি দাগে সর্বমোট ৭৪ শতক জমির মধ্যে বন্টন মোতাবেক জয়নব নেছার অংশ ০.৫ অংশ, আনোয়ারা খাতুনের অংশ-০.০৬৩ , আবুল কাশেমের অংশ-০.১৭৭ , আবুল হাশেমের অংশ-০.১৭৭ , এবং মখছেদ গাইনের অংশ -০.০৮৩ । এর মধ্যে জয়নব নেছা অর্ধেকের মালিক অর্থ্যাৎ ৩৭ শতাংশ।
তিনি আরও জানান, প্রতিপক্ষ জমি জালিয়াতি চক্রের হোতারা ভ’মি অফিসকে ভ’ল তথ্য দিয়ে ডিক্রী মুলে খারিজ না করে ভূয়া দলিল দেখিয়ে খারিজ করে জমির মালিকানা দাবি করছে। তিনি উক্ত জাল খারিজ বাতিল করে এবং জালিয়াতি চক্রের বিরুদ্ধে আইনগত শাস্তির ব্যবস্থা করে প্রকৃত মালিককে জমি হস্তান্তরের দাবি এবং হয়রানি থেকে রক্ষা পেতে আবেদন জানিয়েছেন ।
