ঢাকাThursday , 22 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রচারণার শুরুতেই জনসমর্থনে আশাবাদী জামায়াত প্রার্থী দেলাওয়ার, ঠাকুরগাঁও–১ এ ব্যস্ত নির্বাচনী মাঠ

Mahamudul Hasan Babu
January 22, 2026 2:46 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও–১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। প্রচারণার প্রথম দিনেই ভোটারদের কাছ থেকে ইতিবাচক ও স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। এতে করে আসনটিতে নির্বাচনী প্রচার প্রচারণায় মাঠ ব্যস্ত হয়ে উঠছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শুরু করেন জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন। বিকেলে তিনি ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বর ও চৌরাস্তা এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও প্রচারণা চালান।
প্রচারণাকালে সাংবাদিকদের দেলাওয়ার হোসেন বলেন, “প্রচারণার শুরুতেই সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ পরিবর্তন চায়, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে চায়। বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আমরা আরও সামনে এগিয়ে নিতে চাই।”
তিনি আরও বলেন, “আমরা নতুন কোনো রাজনৈতিক সহিংসতা বা হানাহানি চাই না। আমরা চাই সহনশীলতা, নিরাপত্তা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এ কারণেই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে আমাদের দিকে এগিয়ে আসছেন। ইনশাল্লাহ, ঠাকুরগাঁও–১ আসনের মানুষ বিপুল ভোটে আমাকে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী করবেন।”
নির্বাচনী প্রচারণায় কোনো বাধা বা সংঘাতের বিষয়ে তিনি বলেন, “এখন পর্যন্ত আমাদের প্রচারণায় কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হইনি। এ বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন। মাঠে যদি সমান সুযোগ নিশ্চিত করা হয়, তাহলে আমরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে যেতে পারবো।”
এদিকে আগামীকাল ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন প্রসঙ্গে দেলাওয়ার হোসেন জানান, “আগামীকাল দুপুর ২টায় নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথি হিসেবে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান অংশগ্রহণ করবেন। তার আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। আমরা আশা করছি, তার বক্তব্য শুনতে ও তাকে একনজর দেখতে বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে।”