ঢাকাThursday , 22 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

Mahamudul Hasan Babu
January 22, 2026 2:54 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মাদারগঞ্জ ও মেলান্দহ) আসনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী (শুভ)-কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনের অনুসন্ধান ও বিচারিক কমিটি।
বৃহস্পতিবার (২২জানুয়ারি) জামালপুরে বকশিগঞ্জে সিভিল জজ ও নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সভাপতি আরিফ হোসাইন এ নোটিশ জারি করেন। নোটিশে আগামী ২৫ জানুয়ারি সকাল ১১টায় স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়,গত ২১ জানুয়ারি দুপুর ২টার দিকে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী বাজারে কর্মী-সমর্থকদের সঙ্গে মিছিল করার একটি ভিডিও ক্লিপ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। এতে ভোটগ্রহণের নির্ধারিত তারিখের তিন সপ্তাহ আগে প্রচার কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠে,যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর বিধি ৩, ৯ ও ১৮ লঙ্ঘনের শামিল।
এদিকে নোটিশটি দ্রুত জারি ও প্রতিবেদন প্রেরণের জন্য মেলান্দহ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাচন কমিশনের বিভিন্ন দপ্তরে অনুলিপিও পাঠানো হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে প্রার্থী সাদিকুর রহমান শুভর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করাতে তার মন্তব্য পাওয়া যায়নি।
মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান জানান,নোটিশ জারির প্রক্রিয়া চলমান। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, এখনো হার্ড কপি হাতে পাননি।