ঢাকাFriday , 23 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে শিক্ষক হারুনুর রশিদের আমেরিকা গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা

Mahamudul Hasan Babu
January 23, 2026 11:31 am
Link Copied!

রমজান আলী, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শিক্ষক সমাজের গর্ব ও বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ হারুনুর রশিদের আমেরিকা গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ সাদী ভূঁঞার সভাপতিত্বে এবং আছিয়া কারম্যান স্কুলের সহকারী শিক্ষক শহিদ উল্যাহ খোকনের সঞ্চালনায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ একাডেমিক সুপারভাইজার বেলায়েত হোসেন, উদয় এইড বৃত্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মামুনুর রশিদ, কোম্পানীগঞ্জ যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মান্নান এবং প্রবাসী শাহ আলম।

এছাড়াও বক্তব্য রাখেন কবি জসিম উদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক সালেহ আহমেদ, সহকারী শিক্ষক মাওলানা মিজানুর রহমান, শাহজাদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাল আলম বিএসসি, কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামানসহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

মোঃ হারুনুর রশিদ বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুলের সিনিয়র শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে শিক্ষকতা করে আসছেন। তাঁর শিক্ষকতা জীবনে অসংখ্য শিক্ষার্থী সুশিক্ষা ও নৈতিক শিক্ষায় আলোকিত হয়েছে।

বক্তারা বলেন, মোঃ হারুনুর রশিদ একজন আদর্শ শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। শিক্ষা ও শিক্ষক সংগঠনের উন্নয়নে তাঁর অবদান প্রশংসনীয় ও অনুকরণীয়। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, নিরাপদ ভ্রমণ এবং প্রবাসজীবনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষে মো: হারুনুর রশিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তাঁর মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।