ঢাকাFriday , 23 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গভীর রাতে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজিয়ে গণউপদ্রপ ও জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে বিরলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫২ ব্যক্তিকে অর্থদন্ড প্রদান ।

Mahamudul Hasan Babu
January 23, 2026 11:32 am
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে গভীর রাতে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজিয়ে গণউপদ্রপ ও জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে ৫২ জন ব্যক্তিকে অর্থদন্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের পাশে উপজেলার ৩নং ধামইর ইউপি’র ধুকুরঝাড়ী এলজিইডি পার্কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদন্ডাদেশ প্রদান করা হয়।
একই ঘটনায় একাসাথে প্রায় অর্ধশতাধিক অপরাধীকে শাস্তির আওতায় নিয়ে আসায় বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমিঃ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গণউপদ্রপ বন্ধ করার জন্য সরকারি কমচারীর নিষেধাজ্ঞা থাকা সত্তে¡ও সেই উপদ্রপ পুনরায় করা বা চালু রাখার অপরাধে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ৫২ জন অপরাধীকে প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ১ লাখ ৫৬ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান প্রদান করা হয়েছে।

জনসাধারণের কথা চিন্তা করে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার করায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার জনসাধারণ ।