ঢাকাFriday , 23 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় র‍্যাবের অভিযানে দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার

Mahamudul Hasan Babu
January 23, 2026 11:33 am
Link Copied!

আসাদুজ্জামান রুবেল গাইবান্ধা প্রতিনিধি:র‍্যাব-১৩ সিপিসি ৩ গাইবান্ধা ক্যাম্পের এর অভিযানে জেলার পলাশবাড়ী হতে ১ টি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।বাংলাদেশ আমার অহংকার’এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে র‍্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৩ জানুয়ারি রাত ২ টা ৫ মিনিটের সময় র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন গাইবান্ধা হতে পলাশবাড়ীগামী সড়কের পাশে গড়েয়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনাকালে ঈদগাহের পশ্চিম পার্শ্বে ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় ওয়ান শুটার গান জব্দ করতে সক্ষম হয়।র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজের শৃঙ্খলা রক্ষার্থে এবং অপরাধ নিয়ন্ত্রণে এই ধরনের চলমান অভিযান ও র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।