ঢাকাFriday , 23 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে রাতের আঁধারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, দুই বসতঘর পুড়ে ছাই

Mahamudul Hasan Babu
January 23, 2026 5:32 pm
Link Copied!

আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নে রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুইটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
গতকাল রাত আনুমানিক দেড়টার দিকে কেশবপুর ইউনিয়নের বাজেহমল গ্রামের সিকদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ঘটনার দিন রাতেও পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ রান্নাঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি বসতঘরে। এতে দুটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে স্থানীয়দের দ্রুত সহযোগিতায় আগুন পাশের আরেকটি ঘরে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য মো. আলিম সিকদার বলেন, “আমার মা অসুস্থ থাকায় তার চিকিৎসার জন্য আমি এলাকার বাইরে অবস্থান করছি। বাড়িতে আমার স্ত্রীসহ অন্য সদস্যরা ছিলেন। মোবাইল ফোনে বিষয়টি জানতে পারি। আমাদের পরিবারের সদস্যদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত এই আগুন লাগিয়েছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”