মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনধি :মাগুরায় খেলাফত মজলিসের জেলা কমিটি পূর্ণগঠন করা ও দাাঁড়িপাল্লা মার্কায় ভোট দানের সিদ্ধান্ত হয়েছে। খেলাফত মজলিস মাগুরা জেলা শাখার সভাপতির অসুস্থ্যতাজনিত কারণে জেলা কমিটির সহ-সভাপতি ও সদ্য সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাহারকারী ড. মাওলানা মোহাম্মাদ ফয়জুল ইসলামকে সভাপতি পদে অধিষ্ঠিত করা হয়েছে। জেলা কমিটি পুনর্গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর জনাব অধ্যাপক সিরাজুল হক। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও জোন দায়িত্বশীল জনাব মো: সিরাজুল ইসলাম। জেলা সাধারণ সম্পাদক ডা. মাওলানা শামসুজ্জামান স্বপদে বহাল রয়েছেন। জেলা বায়তুল মাল সম্পাদক জনাব মাওলানা আলমগীর হোসাইনকে জেলা সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। মাওলানা মো: সাইফুল ইসলামকে জেলা বায়তুলমাল সম্পাদক করা হয়েছে। সর্বমোট ২১ সদস্যের জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। উক্ত সভায় মহম্মদপুর উপজেলা খেলাফত মজলিসের পক্ষে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা দেলোয়ার হোসেন ও মাওলানা ইমরান হোসাইন। এছাড়া শ্রীপুর, শালিখা ও মাগুরা সদর উপজেলা কমিটির প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন। সভায় সভাপতির দায়িত্ব পালন করেন ড. মাওলানা মোহাম্মাদ ফয়জুল ইসলাম। জোন প্রধান ও নির্বাচক জনাব মো: সিরাজুল ইসলাম বলেন ২০২৫-২০২৬ সেসনের জন্য গত বছর ১১ জানুয়ারি মাগুরা জেলা কমিটি গঠিত হয়েছিল। বিশেষ কারণে সেই কমিটির কয়েকটি পদে রদবদল করা হলো। এই কমিটির মেয়াদ ২০২৬ সালের শেষ নাগাদ চলমান থাকবে। প্রধান অতিথি চলমান নির্বাচনে ১০ দলীয় জোটের মাগুরা ০১ ও মাগুরা ০২ আসনের প্রার্থী যথাক্রমে আব্দুল মতিন ও এমবি বাকেরের দাড়িপাল্লার পক্ষে নির্বাচনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার জন্যে জেলা কমিটিকে দিকনিদের্শনা প্রদান করেন। সভাপতির বক্তব্য ও দোয়া-মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।
