ঢাকাSunday , 25 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রংমালা এক্স-স্টুডেন্ট ফোরামের উদ্যোগে তিন শিক্ষক সংবর্ধিত

Mahamudul Hasan Babu
January 25, 2026 1:51 pm
Link Copied!

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরে রংমালা এক্স-স্টুডেন্ট ফোরামের উদ্যোগে তিন গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রংমালা আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমদ উল্যাহ, সিনিয়র শিক্ষক মিন্টু কুমার দাস ও শেখ মশিউর রহমানের অবসরজনিত বিদায় উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার দুপুরে রংমালা আদর্শ স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এক্স-স্টুডেন্ট ফোরামের সভাপতি খায়রুল ইসলাম খোকনের সভাপতিত্বে এবং উপদেষ্টা শহীদ উল্যাহ খোকন ও বেলায়েত হোসেন স্বপনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা শিক্ষা অফিসার মো. নুর উদ্দিন জাহাঙ্গীর।

প্রধান অতিথির বক্তব্যে মো. নুর উদ্দিন জাহাঙ্গীর বলেন, “একজন শিক্ষক শুধু শিক্ষার্থী গড়েন না, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণ করেন। অবসরপ্রাপ্ত এই তিন গুণী শিক্ষকের সততা, নিষ্ঠা ও আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

বিশেষ অতিথির বক্তব্যে কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দিদার হোসেন বলেন, “শিক্ষা বিস্তারে যাঁরা নীরবে আজীবন কাজ করেছেন, তাঁদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। এক্স-স্টুডেন্ট ফোরামের এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে।”

সভাপতির বক্তব্যে এক্স-স্টুডেন্ট ফোরামের সভাপতি খায়রুল ইসলাম খোকন বলেন, “শিক্ষকদের কাছ থেকেই আমরা নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ শিখেছি। তাঁদের অবদান কখনো ভোলার নয়।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার বেলায়েত হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শেখ সাদী ভূঁইয়া বাবু, রংমালা আদর্শ স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এস এম জামাল উদ্দিন, মাওলানা শেখ ফরিদ, আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুন নাছির, কাজী বেলাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিন এবং এক্স-স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ।

এছাড়া সাইফুল ইসলাম ফরহাদ, আলা উদ্দিন জুয়েল, ইঞ্জিনিয়ার জহির উদ্দিন শাহীন, ইমাম হোসেন রিয়াদ, মো. ওমর ফারুকসহ এক্স-স্টুডেন্ট ফোরামের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সংবর্ধিত শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। বক্তারা তাঁদের দীর্ঘ শিক্ষকতা জীবনে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামী দিনের জন্য শুভকামনা জানান।